ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

মালয়েশিয়ায় বিএনপি নেতার জানাজায় প্রবাসীদের ঢল

আহমাদুল কবির | প্রকাশিত: ০৫:২১ পিএম, ১৯ অক্টোবর ২০২৪

মালয়েশিয়া বিএনপির সহ-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন লিটনের জানাজায় প্রবাসীদের ঢল নেমেছে। শনিবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় মালয়েশিয়ার জাতীয় মসজিদ নেগারায় প্রথম জানাজায় অনুষ্ঠিত হয়। লিটন নোয়াখালী সমিতির সাংগঠনিক সম্পাদকও ছিলেন।

জানাজায় মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, বিএনপি নেতা শহিদ উল্লাহ শহিদ, সহ-সাধারণ সম্পাদক এসএম নিপু, কাজী সালাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন, প্রচার সম্পাদক বশির আলমসহ সর্বস্তরের প্রবাসীরা অংশ নেন।

আবদুল্লাহ আল মামুন লিটন শুক্রবার (১৮ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৪টার দিকে কুয়ালালামপুরে নিজ বাসায় মৃত্যুবরণ করেন। ৫২ বছর বয়সী এ প্রবাসী রাজনীতিবিদের মৃত্যুতে শোক জানিয়েছেন সর্বস্তরের প্রবাসীরা।

জানাজা শেষে লিটনের মরদেহ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে পাঠানোর কথা রয়েছে। রোববার নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় তার গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজায় শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

লিটন নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে মালয়েশিয়া যান। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই ছেলে রেখে গেছেন।

জেএইচ/এএসএম