ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

পর্তুগাল আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি সভা

প্রবাস ডেস্ক | প্রকাশিত: ০৫:২২ পিএম, ০৩ জুলাই ২০২৪

পর্তুগাল আওয়ামী লীগের ত্রিবার্ষিকী কাউন্সিল হতে যাচ্ছে আগামী ১০ জুলাই। সম্মেলনকে কেন্দ্র করে পর্তুগাল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন পর্তুগাল শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।

পর্তুগালের রাজধানী লিসবনের বাঙালি অধ্যুষিত মাতৃমনিজ এলাকার রাধুনী রেস্টুরেন্টে ১ জুলাই রাতে সভা অনুষ্ঠিত হয়। পর্তুগাল আওয়ামী লীগের নেতা রনি হোসাইনের সভাপতিত্বে এবং মাসুম আহমেদের সঞ্চালনায় সভায় শতাধিক নেতাকর্মী অংশ নেয়।

সভায় বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা খাইরুল ইসলাম, সাদিকুর রহমান তালুকদার, ফখরুল ইসলাম, শেখ শামিম, শানুর ভাই, শাহীন কাদির, যুবলীগ নেতা আহম্মেদ লিটন, শিপলু আহম্মেদ, রন্জু, পর্তুগাল ছাত্রলীগ নেতা মাহদী আহম্মদ, তারেক আজিজ রাব্বি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাফি আদনান আকাশ, সহ-সভাপতি শিমুল সরকার।

সভায় বক্তারা আওয়ামী লীগের সম্মেলনকে সফল করার লক্ষ্যে পর্তুগালের সাবেক নেতাদের সমন্বয়ে একটি কাউন্সিল করার লক্ষ্যে মত দেন। এছাড়া বক্তারা বলেন, দীর্ঘ একযুগ পরে পর্তুগাল আওয়ামী লীগের এই সম্মেলন হবে ইউরোপের ঐতিহাসিক সম্মেলন।

সভায় উপস্থিত ছিলেন পর্তুগাল বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মিলন বেপারী, দেবীদ্বার পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলাউদ্দিন, পর্তুগাল আওয়ামী লীগ নেতা রয়েল আহম্মেদ, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কাঞ্চন আহমেদ, পর্তুগাল যুবলীগ নেতা মো. শাহীন, পর্তুগাল ছাত্রলীগের সহ-সভাপতি রন্জু আহম্মেজ, সালাউদ্দিন আহম্মেদ, মো. সোহেল, যুবলীগ নেতা বনি ইয়ামিন, পোপেল, মো. তারেক আজিজ রাব্বি, আব্দুল্লাহ আল মামুন, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান।

এমআরএম/এমএস