ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

কুয়েতে অগ্নিকাণ্ডে নিহত প্রত্যেকের পরিবার পাবে ১৫ হাজার ডলার

জিসান মাহমুদ | কুয়েত | প্রকাশিত: ০৩:২৩ এএম, ২০ জুন ২০২৪

সম্প্রতি কুয়েতের মাঙ্গাফ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ১৫ হাজার মার্কিন ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহর নির্দেশ অনুযায়ী এ ঘোষণা দেওয়া হয়েছে।

দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম আরব টাইমস এ তথ্য প্রকাশ করেছে। সূত্র জানায়, ক্ষতিপূরণের অর্থ ক্ষতিগ্রস্তদের নিজ নিজ দূতাবাসের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। দূতাবাস নিশ্চিত করবে যেন দ্রুত এটি ক্ষতিগ্রস্তদের পরিবারের কাছে পৌঁছায়।

আরও পড়ুন

গত ১২ জুন কুয়েতের দক্ষিণাঞ্চলের মাঙ্গাফ এলাকায় শর্ট সার্কিট থেকে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৯ জন প্রবাসী মারা যান। আহত হন প্রায় অর্ধশত। নিহতদের মধ্যে ৪৫ জন ভারতের আর তিনজন ছিলেন ফিলিপাইনের নাগরিক। তবে কোনো বাংলাদেশি নাগরিক ছিলেন না।

এ ঘটনায় একজন কুয়েতি নাগরিক, তিনজন ভারতীয় নাগরিক এবং চার মিশরীয় নাগরিককে আটক করা হয়েছে।

এমকেআর