ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

রিয়াদে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করবে দূতাবাস

প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ১৩ এপ্রিল ২০১৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাংলাদেশ দূতাবাস চত্বরে আগামী রোববার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে দূতাবাস কর্তৃপক্ষ। এদিন সৌদি আরবের স্থানীয় সময় সকাল ১১টায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে।

দূতাবাসে নিযুক্ত রাষ্ট্রদূত গোলাম মসীহ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করবেন। এরপর পর্যায়ক্রমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হবে।

কর্মসূচিতে অংশগ্রহণণের জন্য দূতাবাসের প্রধান কাউন্সিলর মো. মনিরুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত অনুলিপির মাধ্যমে প্রবাসী সর্বসাধারণকে আমন্ত্রণ জানানো হয়েছে।

অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্য থেকে মুজিবনগর দিবস ও এর তাৎপর্যের উপর উন্মুক্ত আলোচনার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া আগত অতিথিদের জন্য দূতাবাসের পক্ষ থেকে আপ্যায়নের ব্যবস্থা রয়েছে।

বিএ

আরও পড়ুন