ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

গ্রিসে বাংলাদেশিদের টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট

মতিউর রহমান মুন্না | প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ১২ মার্চ ২০২৪

গ্রিসে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। সুন্দরবন স্পোর্টিং ক্লাবের আয়োজনে গতকাল এথেন্সের ইরিনি অলিম্পিক স্টেডিয়ামের আউটডোরে ফাইনাল ম্যাচ হয়।

টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় ১৯ ওভার ৩ বলে সব উইকেট হারিয়ে ১১৮ রান করে এথেন্স ফ্রেন্ডস ক্লাব। ১১৯ রানের টার্গেটে খেলতে নেমে ১৬ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে বিজয়ী হয় সুন্দরবন স্পোর্টিং ক্লাব।

সুন্দরবন স্পোর্টিং ক্লাবের পরিচালক ও বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সাধারণ সম্পাদক এইচ এম জাহিদ ইসলামের সার্বিক পরিচালনায় টুর্নামেন্টের ফাইনালে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হয়ে পুরস্কার বিতরণ করেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ।

jagonews24

এ সময় উপস্থিত ছিলেন- দূতাবাসের মিনিস্টার মোহাম্মদ খালেদ, কাউন্সিলর (শ্রম) বিশ্বজিৎ কুমার পাল, আল ইউরোপিয় বাংলাদেশ কমিউনিটির সভাপতি ড. জয়নুল আবেদীন, বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস, তাজুল ইসলাম, গোলাম মাওলা, বর্তমান সভাপতি দেওয়ান আনোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি আহসান উল্লাহ হাসান, সিলেট বিভাগীয় ফেডারেশনের সভাপতি আনোয়ার হোসেন, গ্রিস বিএনপির সাবেক সভাপতি মোখলেছুর রহমানসহ কমিউনিটির অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আয়োজক এইচ এম জাহিদ ইসলাম বলেন, ‘সবার সহোযোগিতায় ভবিষ্যতে আর ভালো কিছু খেলার আয়োজন করে হিংসা ভেদাভেদ ভুলে মানুষের সঙ্গে মানুষের সু-সম্পর্ক সৃষ্টির মাধ্যমে এই সমাজকে এগিয়ে নিয়ে যাব।’

মতিউর রহমান মুন্না/এমআরএম/জিকেএস