ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আরো তিন শতাধিক অভিবাসী গ্রেফতার

প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ১১ এপ্রিল ২০১৬

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে বিভিন্ন এলাকায় সোমবার দিনভর চিরুনি অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় সাড়ে তিনশ’ কিলোমিটার দূরে কুয়াংতান এবং তেরেংগানু এলাকা থেকে তিন শতাধিক অভিবাসীকে গ্রেফতার করা হয়।

আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের শ্রমিক রয়েছে বলে ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা গেছে। তাদেরকে আটক করে ইমিগ্রেশন ক্যাম্পে নেয়া হয়েছে।

অবৈধ অভিবাসীদের ধরতে ইমিগ্রেশন বিভাগসহ অন্যান্য বিভাগের চিরুনি অভিযানে এ পর্যন্ত কতজন বাংলাদেশিকে আটক করা হয়েছে তার কোনো সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি।


তবে ইমিগ্রেশন বিভাগের একটি সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে আটককৃত বাংলাদেশির সংখ্যা ১০ হাজারের বেশি হবে। আটককৃতদের ছাড়িয়ে নেয়ার বিষয়ে বাংলাদেশ দূতাবাস থেকে কোনো ধরনের পদক্ষেপ নেয়া হয়নি বলে অভিযোগ প্রবাসীদের।

এদিকে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধতা দিতে নিবন্ধন প্রক্রিয়া শুরু হলেও নানান শর্তের কারণে অনেকেই নিবন্ধনের বাইরে রয়েছে বলে জানা গেছে। নিবন্ধনের জন্য বেধে দেয়া সময় তিন মাসের মধ্যে প্রায় দুই মাস হয়ে গেলেও বেশিরভাগ অবৈধরাই নিবন্ধনের বাইরে রয়ে গেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

বিভিন্ন দেশের দূতাবাসগুলো তাদের নাগরিকদের নিবন্ধন করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালালেও বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে বলে ভুক্তভোগী প্রবাসীরা জানান।

বিএ

আরও পড়ুন