ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

বেলজিয়াম আওয়ামী লীগের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর মতবিনিময়

ফারুক আহাম্মেদ মোল্লা | বেলজিয়াম | প্রকাশিত: ০৯:০৫ এএম, ১৯ আগস্ট ২০২৩

বেলজিয়াম আওয়ামী লীগের উদ্যোগে দেশটিতে সফররত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী ব্রাসেলসের একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।

শহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন দাউদ খান সোহেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

jagonews24

এ সময় বক্তব্য দেন- ফারুক মির্জা, জাহাঙ্গীর চৌধুরী রতন, মনির হোসেন পলিন, মোর্শেদমাহমুদ ,বশিরুল আলম চৌধুরী সাবু, রেজাউল ইসলাম খান, রাসেল মোল্লা, খালেদ মিনহাজ, ও এন্ডি ভারমৌট।

এ সময় স্বরাষ্ট্রমান্ত্রী বলেন, ১৫ আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে নিয়ে রায় দ্রুত কার্যকর করতে আশ্রয় দেওয়া দেশের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার।

এ সময়, খোকন শরীফ, আকতারউজ্জামান, স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. হারুনর রশিদ, গ্যারি কার্টরাইট, জালাল আহাম্মেদ, বেলজিয়াম আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

এমআরএম/জিকেএস