জার্মানিতে টাঙ্গাইল পরিবারের ঈদ উৎসব
জার্মানির ফ্রাঙ্কফুর্টে হয়ে গেলো টাঙ্গাইল পরিবারের ঈদ উৎসব। সম্প্রতি শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত এ উৎসবে টাঙ্গাইল ছাড়াও বিভিন্ন জেলার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
‘খাল-বিল, নদী-চর, গজারির বন, টাঙ্গাইলের শাড়ি তার গর্বের ধন’ স্লোগানে টাঙ্গাইল পরিবার জার্মানি এ ঈদ উৎসবের আয়োজন করে।
সংগঠনের সভাপতি মীর গোলাম রহমান আনাহলির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তফা জামান সিদ্দিকের পরিচালনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি শহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মীর গোলাম মাওলা শাহাদাত হোসাইন, সহ-অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, সদস্য মোহাম্মদ শাহ আলম, সুলতান আহমেদ, জালাল উদ্দিন মাহমুদসহ অনেকে।
আরও পড়ুন: জার্মানিতে বাংলাদেশিদের ঈদ পরবর্তী মিলনমেলা
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ছোট সোনামণিদের বিভিন্ন পরিবেশনা ও খেলাধুলা। এছাড়াও শিশু-কিশোরদের কোরআন তেলাওয়াত, আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলে।
অনুষ্ঠানে সবার জন্য লটারির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ দিকে বিভিন্ন প্রতিযোগিতা এবং লটারিতে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
আরও পড়ুন: নিউইয়র্ক বাংলা বইমেলা শুরু হচ্ছে শুক্রবার
জার্মানিতে জন্ম নেওয়া নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের সুন্দর সংস্কৃতির বিস্তার এবং সকলে মিলেমিশে থাকার লক্ষ্যে এ সংগঠন কাজ করছে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।
বিএ/জিকেএস