ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

কানাডায় চলছে ঈদ মেলা

আহসান রাজীব বুলবুল | কানাডা | প্রকাশিত: ১২:১০ পিএম, ২৪ জুন ২০২৩

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কানাডার ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে চলছে তিন দিনব্যাপী ঈদ মেলা। প্রবাসীদের কেনাকাটা সহজ করার জন্য বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির উদ্যোগে তিন দিনব্যাপী এ মেলা আয়োজন করা হয়েছে।

মেলাকে ঘিরে ব্যবসায়ীরা নিয়ে এসেছে শাড়ি সালোয়ার কামিজের নতুন নতুন কালেকশন। এছাড়াও রয়েছে ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া ও বাচ্চাদের জন্য নানা ধরনের দেশীয় পোশাক স্টল। পোশাকের পাশাপাশি জুয়েলারিসহ আকর্ষণীয় বিভিন্ন পণ্যের স্টল রয়েছে।

canada-3.jpg

কেনাকাটার পাশাপাশি মেলা কমিউনিটির প্রবাসীদের এক মিলনমেলা হয়ে উঠেছে।

মেলায় অনেক স্টলেই ক্রেতাদের জন্য উপহারের পাশাপাশি ডিসকাউন্টেরও বিশেষ ব্যবস্থা রয়েছে।

আয়োজকরা জানান, ঈদ মেলার মূল লক্ষ্য হচ্ছে প্রবাসীরা যেন মেলা থেকে তাদের নিজ পছন্দের পোশাকসহ সাজসজ্জা জিনিস কিনতে পারে। এবার বাংলাদেশসহ ইন্ডিয়া ও পাকিস্তানের তৈরি পোশাকও মেলায় স্থান পেয়েছে।

মেলার প্রথমদিনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি কয়েস চৌধুরী, সাধারণ সম্পাদক শুভ্র দাস শুভ্র, সহ-সভাপতি সাইফুল আলম মিশন, ইকবাল রহমান ও কাজী জুনায়েদসহ অন্যরা।

canada-3.jpg

মেলা চলবে আগামী ২৫ জুন পর্যন্ত। ঈদ মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে রাহাত মাহমুদ, মেহেদী হাসান রনি ও সঞ্জীব কর্মকারসহ সংগঠনের অন্যান্য নেতারা।

অন্যদিকে পবিত্র ঈদুল আজহায় কানাডায় নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়া বাধ্যতামূলক। যদিও কোনো কোরবানির পশুর হাটের ব্যবস্থা এখানে নেই।

এমআরএম/এমএস