ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

সমরেশ মজুমদারের মৃত্যুতে ইউরোপ-বাংলাদেশ প্রেসক্লাবের শোক

রাকিব হাসান রাফি | প্রকাশিত: ০৩:২৩ এএম, ০৯ মে ২০২৩

দুই বাংলার জনপ্রিয় কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের মৃত্যুতে শোক জানিয়েছে ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের নিয়ে গঠিত সংগঠন ইউরোপ-বাংলাদেশ প্রেসক্লাব।

সোমবার (৮ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ইউরোপ-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি জমির হোসেন ও সাধারণ সাধারণ সম্পাদক কবির আল মাহমুদ গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন।

যৌথ শোকবার্তায় তারা বলেন, সমরেশ মজুমদার ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরাসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাভাষী মানুষের কাছে তিনি সমানভাবে জনপ্রিয়। তার মৃত্যুতে বাংলা ভাষার সাহিত্যাঙ্গনে এক গভীর শূন্যতার সৃষ্টি হলো।

এছাড়াও পৃথক পৃথক বার্তার মধ্য দিয়ে শোক জানিয়েছেন সংগঠনটির উপদেষ্টা রিয়াদ আহাদ, সহ-সভাপতি হাবীবুল্লাহ আল বাহার, এমডি আব্দুল্লাহ ইকবাল, ওমর ফারুক হিমেল, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ পাটওয়ারী, ইসমাইল হোসাইন রায়হান, সাংগঠনিক সম্পাদক ফয়সাল মাহমুদ, সৈয়দ মুনতাসির রিমন, লায়েবুর রহমান, আনোয়ার এইচ খান ফাহিম, রাকিব হাসান রাফি, অর্থ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, তথ্য গবেষণা ও আন্তর্জাতক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আহমেদ রাজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদ আহমেদ প্রিন্স, দপ্তর সম্পাদক মোহাম্মদ মুবিন খান, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আবু সাঈদ, অভিবাসন বিষয়ক সম্পাদক মেহেদী মারুফ, সদস্য মিরন নাজমুল, অ্যাডভোকেট আনিচুজ্জামান আনিচ ও বাবু মিয়া জসিম শামসুজ্জামান।

কেএসআর/