ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

ঈদুল ফিতরের নামাজে কুয়েতের ২১ মসজিদে বাংলা খুতবা

জিসান মাহমুদ | প্রকাশিত: ০১:২৯ এএম, ১৯ এপ্রিল ২০২৩

প্রতিবারের মতো এবারের ঈদুল ফিতরের নামাজেও কুয়েতে বাংলা খুতবা শুনতে পারবেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ঈদের দিন ২১টি মসজিদে খতিবরা বাংলা খুতবা পড়বেন বলে কুয়েতে অবস্থিত বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র জানিয়েছে।

শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামী শনিবার (২২ এপ্রিল) কুয়েতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে। ওইদিন দেশটির সব মসজিদে একযোগে ভোর সাড়ে ৫টায় পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জানা গেছে, বাংলাদেশ অধ্যুষিত এলাকা জিলিব আল শুয়েখ, ফরওয়ানিয়া, কুয়েত সিটিসহ কয়েকটি জায়গায় এ খুতবা পাঠ করা হবে। ঈদের নামাজপরবর্তী এসব খুতবা পাঠ করবেন ২১ জন বাংলাদেশি খতিব।

jagonews24

আরও পড়ুন>> সৌদিতে ঈদ হতে পারে ২২ এপ্রিল

কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের সদস্য আবুল কাশেম জানান, ২১টি মসজিদে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের তত্ত্বাবধানে বাংলা খুতবা শোনানো হবে। এ তালিকায় রয়েছে হাসাবিয়া, ফরওয়ানিয়া, কুয়েত সিটি, শুয়েখ, রুমাইছিয়া, মাহবুল্লাহ, সুক মোবারকিয়া, কাবাদ, আমগারা, সুলাইবিয়া, মীনা আব্দুল্লাহ, জাহরা, মাতলা, আব্দালি, নাঈম ও সালমি রোডের মসজিদ।

প্রতিবারের মতো কুয়েতে এবারও বাংলা খুতবার ব্যবস্থা করা হয়েছে জানতে পেরে খুশি হয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

ইএ