ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

অসীম বিকাশ বড়ুয়া | প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে মহাসমারোহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালন করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার বাংলাদেশ দূতাবাস ইউনেস্কো সম্পর্কিত কোরিয়ান জাতীয় কমিশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময়, ইউনেস্কো সম্পর্কিত কোরিয়ান জাতীয় কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দক্ষিণ কোরিয়ার সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সিউলের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য দেন দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলওয়ার হোসেন। তিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পটভূমি ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি মাতৃভাষা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব ভাষা এবং সংস্কৃতি সংরক্ষণ ও উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত উদ্যোগগুলোও তুলে ধরেন।

jagonews24

ইউনেস্কো সম্পর্কিত কোরিয়ান জাতীয় কমিশনের মহাসচিব ড. কিয়ুং কু হান তার বক্তব্যে মাতৃভাষার অস্তিত্ব ও মর্যাদা সংরক্ষণে দুই দেশের সংগ্রামী ইতিহাসের সাদৃশ্য তুলে ধরেন। এছাড়া মাতৃভাষা সংরক্ষণ ও উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

এরপর ভারত, ইন্দোনেশিয়া ও সিয়েরা লিওনের রাষ্ট্রদূত মাতৃভাষা ও বহুভাষা বাদ বিকাশে নিজ নিজ দেশের সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের ওপর আলোচনা করেন।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত, দক্ষিণ কোরিয়া ও কলম্বিয়ার শিল্পীরা নিজ নিজ দেশের ভাষা ও সংস্কৃতি থেকে তুলে ধরার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এমআরএম/জিকেএস