ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

হাউজ অব লর্ডসে বঙ্গবন্ধুর ঐতিহাসিক সফরের ৫১তম বার্ষিকী উদযাপন

ফিরোজ আহম্মেদ বিপুল | প্রকাশিত: ০৪:৪৫ এএম, ০১ ফেব্রুয়ারি ২০২৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানে ৯ মাস কারাবাস শেষে মুক্তির পর ১৯৭২ সালের ৮ জানুয়ারি যুক্তরাজ্যে ঐতিহাসিক প্রথম সফরের ৫১তম বার্ষিকী স্মরণে ‘বঙ্গবন্ধু অ্যান্ড ব্রিটেন: দ্য হিস্টোরিক ৮ জানুয়ারি’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) লন্ডন শহরে অবস্থিত হাউস অব লর্ডসের কমিটি রুম জিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্রিটিশ মন্ত্রী, সংসদ সদস্য, হাউস অব লর্ডসের সিনিয়র সদস্য, রাষ্ট্রদূত এবং ব্রিটিশ-বাংলাদেশিরা অংশ নেন।

নেতারা বঙ্গবন্ধুর প্রগতিশীল ও অসাম্প্রদায়িক মূল্যবোধের প্রশংসা করেন এবং ব্রিটিশ সরকার, এর জনগণ এবং ব্রিটিশ-বাংলাদেশির সাথে বঙ্গবন্ধুর বিশেষ সম্পর্কের কথা বিশেষভাবে স্মরণ করেন। হাউস অব লর্ডসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ মূল্যবোধের উচ্ছ্বসিত প্রশংসা করা হয়।

বক্তারা বঙ্গবন্ধুর দূরদর্শী কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নেরও ভূয়সী প্রশংসা করেন।অনুষ্ঠানের সহ-আয়োজক ছিলেন কনজারভেটিভ ফ্রেন্ডস অব ইন্দিয়ার পৃষ্ঠপোষক লর্ড রামি রেঞ্জার।

এমআরএম