সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
সৌদি আরবে পবিত্র মক্কায় ওমরাহ পালন শেষে রিয়াদে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৪ জন বাংলাদেশি নিহত এবং ৩ জন আহত হয়েছেন। শনিবার সকালে রিয়াদ থেকে ৩৩০ কিলোমিটার অদূরে আল খাছরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোরে কেশবপুর ভোগতী গ্রামের আব্বাস উদ্দিন (৩৯), তার স্ত্রী রেহানা ফারবীন (৩২), আব্বাস আলীর ভাগিনা সাইফুল ইসলামের স্ত্রী (৩৫) সাইফুলের ছেলে (২০)।
আহতরা হলেন- আব্বাস আলীর মেয়ে প্রীতি আব্বাস (১০) সাইফুল ইসলাম (৪৫) ও তার মেয়ে (১৫)। তারা তায়েফের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। আহতদের ৩ জন তায়েফ হাসপাতালের আইসিইউতে রয়েছেন। মৃত ৪ জনের লাশ আল খাছরা সরকারী হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে মক্কা থেকে ছেড়ে আসা গাড়িটি একটি ফ্লাইওভার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই ৪ জন নিহত ও ৩ জন আহত হন।
তবে এ বিষয়ে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, আব্বাস আলী ও সাইফুল ইসলামের পরিবার দুই সপ্তাহ আগে ভিজিট ভিসায় বাংলাদেশ বিমানের একই ফ্লাইটে সৌদি আরব গিয়েছিলেন।
জেএইচ/আরআইপি