ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

মেক্সিকোতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন

প্রবাস ডেস্ক | প্রকাশিত: ০৯:২৮ এএম, ১০ অক্টোবর ২০২২

মেক্সিকো সিটিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন করা করেছে। শনিবার (৮ অক্টোবর) বাংলাদেশ দূতাবাসের আয়োজনে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করা হয়।

এ উপলক্ষে দূতাবাস বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর পূণ্যময় জীবন ও কর্ম নিয়ে আলোচনা এবং দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ মেক্সিকোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

Mexico2

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)-এর অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তারা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান। এরপর বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর পূণ্যময় জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা অনুষ্ঠানের পর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রদূত আবিদা ইসলামসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআরএম/এমএস