ইউনাইটেড এয়ারওয়েজের সেবা বন্ধে বিপাকে প্রবাসীরা
বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ ঢাকা থেকে ওমানের পরিবহন সেবা বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছে প্রবাসীরা। তবে এয়ারলাইনের পক্ষ থেকে বলা হয়েছে, শিগগিরই ইউনাইটেড এয়ারওয়েজের সেবা চালু করা হবে। বিমান সংকটের কারণে দুই সপ্তাহ আগে এই সেবা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
ওমানের রাজধানী মাসকট থেকে ২৫০ ইকোনমি আসনের ইউনাইটেড এয়ারওয়েজের বিমান সপ্তাহে তিনদিন ঢাকায় যাত্রী পরিবহন করতো। হঠাৎ সেবা বন্ধ করে দেয়ায় বিকল্প উপায়ে যাতায়াত করছেন ইউনাইটেডের নিয়মিত যাত্রীরা ।
২০ বছর ধরে ওমানে থাকেন বাংলাদেশি প্রবাসী নির্মল কুমার দাস। তিনি টাইমস অব ওমানকে বলেন, ইউনাইটেডের কোনো ফ্লাইট বাংলাদেশে না থাকায় আমাদের পছন্দ সীমিত হয়ে পড়ছে। দেশে ফেরার জন্য এখন তাকে ওমান এয়ার অথবা বিমান বাংলাদেশের ওপর নির্ভর করতে হচ্ছে।
তিনি বলেন, ইউনাইটেডের বিমান সেবা ভালো থাকলেও মাঝে মাঝে মাসকট থেকে বাংলাদেশগামী ফ্লাইট বিলম্ব হতো।
এর আগেও ইউনাইটেডের পরিবহন সেবা ২০১৪ সালের সেপ্টেম্বরে কিছুদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সে সময় ইউনাইটেডের পরিচালকের সঙ্গে ঝামেলার জেরে বিমান সেবা বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
২০০৭ সালে চালু হওয়া ইউনাইটেডের এয়ারওয়েজের বহরে একটি ড্যাশ-৮, তিনটি এটিআর-৭২, পাঁচটি এমডি-৮৩ এবং দুটি এয়ারবাস-৩১০ সহ মোট ১১টি উড়োজাহাজ রয়েছে। তখন থেকেই মাসকট, জেদ্দাহ, দুবাই, সিঙ্গাপুর, ব্যাংকক, কাঠমান্ডু ও কলকাতায় যাত্রী পরিবহন করেছিল ইউনাইটেড এয়ারওয়েজ।
এসআইএস/পিআর