বাহরাইনে বরিশাল প্রবাসীদের ঈদ আনন্দ উদযাপন
ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে বাহরাইনে অবস্থানরত বরিশাল প্রবাসীরা একত্রিত হয়ে ঈদ আনন্দ উৎসব উদযাপন করেছেন। একই সঙ্গে দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়...
বুধবার (১৩ জুলাই) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাহিন শিকদার ও সাইফুল ইসলামের যৌথ পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন কামরুজ্জামান রুবেল।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে মাধ্যমে বক্তব্য রাখেন বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু।
তিনি বলেন, দেশে প্রবাসীদের বা তাদের পরিবারের যে কোনো প্রয়োজনে আমি পাশে থেকে সহযোগিতা করবো। এসময় তিনি প্রবাসীদের বাহরাইন সরকারের আইন-কানুন মেনে চলার ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল রেখে কাজ করতে আহ্বান জানান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাদ্দাম হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন- আবদুল্লাহ আল মামুন,শামীম আহমেদ, আলাউদ্দিন, রোমান হোসেন, রনি হাওলাদার, খোকন হাওলাদার, মো. হানিফ, সুমন শিকদার, জহিরুল ইসলাম, বাপ্পি, কবি শাওন, সোহেল হাওলাদার, রাসেল প্রমুখ।
সভায় বক্তারা দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। এ সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়ন আরও বেগবান হবে বলে আশা ব্যক্ত করেন তারা।
উৎসব ও আনন্দমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী উদযাপন করেছে বাহরাইনে অবস্থানরত বাংলাদেশের বরিশাল বিভাগের প্রবাসীরা। একই সঙ্গে দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (১৩ জুলাই) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাহিন শিকদার ও সাইফুল ইসলামের যৌথ পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন কামরুজ্জামান রুবেল।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে মাধ্যমে বক্তব্য রাখেন বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু।
তিনি বলেন, দেশে প্রবাসীদের বা তাদের পরিবারের যে কোনো প্রয়োজনে আমি পাশে থেকে সহযোগিতা করবো। এসময় তিনি প্রবাসীদের বাহরাইন সরকারের আইন-কানুন মেনে চলার ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল রেখে কাজ করতে আহ্বান জানান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাদ্দাম হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন- আবদুল্লাহ আল মামুন,শামীম আহমেদ, আলাউদ্দিন, রোমান হোসেন, রনি হাওলাদার, খোকন হাওলাদার, মো. হানিফ, সুমন শিকদার, জহিরুল ইসলাম, বাপ্পি, কবি শাওন, সোহেল হাওলাদার, রাসেল প্রমুখ।
সভায় বক্তারা দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। এ সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়ন আরও বেগবান হবে বলে আশা ব্যক্ত করেন তারা।
আরএডি