লিবিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি দগ্ধ
লিবিয়ায় একটি ভবনে ইফতার তৈরির সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পাঁচজন বাংলাদেশি দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে লিবিয়ার তবরুক শহরে এ গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে।
আহতদের স্থানীয় তবরুক মেডিকেল সেন্টারের বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতরা হলেন- ঝিনাইদহের রিজন (আইসিইউতে চিকিৎসাধীন), টাঙ্গাইলের রফিক মিয়া, মেহেরপুরের সাইদুর ইসলাম, যশোরের মো. রিপন হোসেন ও জামালপুরের সোজাউদ্দৌলা।
লিবিয়া বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশি নাগরিকদের সঙ্গে যোগাযোগ করে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়েছে। স্থানীয় বাংলাদেশি ও হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও চিকিৎসাধীন বাংলাদেশিদের দেশে পাঠানোসহ প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য দূতাবাস থেকে বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
একেআর/এএসএম