ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

মাতৃভাষা দিবস উপলক্ষে সৌদির আছির প্রদেশে আলোচনা সভা

ক ম জামাল উদ্দীন | সৌদি আরব | প্রকাশিত: ০১:০৮ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২২

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সৌদি আরবের আছির প্রদেশে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ ফ্রেব্রুয়ারি) বঙ্গবন্ধু পরিষদের ব্যবস্থাপনায় স্থানীয় একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাওলানা জিয়াউদ্দীনের সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠানের সূচনা হয়। আছির প্রদেশের ভারপ্রাপ্ত সভাপতি এস এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজাদ রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের কোতোয়ালি থানা ছাত্রলীগের প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি আবুবকর কামাল।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা শফিউল আজম। এছাড়া আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আনোয়ার মোস্তাক, উপদেষ্টা মো. মহিউদ্দীন মহী, উপদেষ্টা মো. সালাউদ্দীন, সাংগঠনিক সম্পাদক কায়ছার মিঞা, রফিকুল ইসলাম রফিক ও নেজামুল ইসলাম।

saudi1

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সহ-সভাপতি আব্দুল করিম, ইমাম উদ্দিন, তাজেম উদ্দিন, মো. ওয়াহেদ আলী, আব্দুল কুদ্দুস, হারাধন শীল, মোস্তাক আহমেদ পেকুয়া, মো. পেয়ারু, মো. আজম আজিজুল হাকিম, মো. ফয়েজুল্লাহ, দিদারুল আলম, রহমত উল্লাহ, এয়াকুব আলী, ইমাম উদ্দীন, আমান উল্লাহ, পেয়ারুল ইসলাম ও মো. সাহাবুদ্দিন প্রমুখ।

বক্তারা ভাষাশহীদদের ও ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করেন। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্য ও ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. ইউসুফ শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন।

এমআইএইচ/এমএস