ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

কুয়েতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

মোহাম্মদ হেবজু | প্রকাশিত: ০১:২১ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২২

কুয়েতে যথাযথ মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামানের নেতৃত্বে দিবসটির কার্যক্রম শুরু হয়।

দূতাবাস প্রাঙ্গণে নির্মিত অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে ৫২ এর ভাষা আন্দোলনে নিহত শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে দূতাবাসের মাল্টিপারপাস হলে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূতের সভাপতিত্বে ও জিহান ইসলামের সঞ্চালনায় বাংলাদেশ থেকে পাঠানো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, আমরা রক্তের বিনিময়ে মাতৃভাষা ফিরিয়ে এনেছি ও আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি অর্জন করেছি। আমরা রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ থেকে বিরত থাকতে বিদেশে অবস্থানরত সব বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান ও বিদেশে স্থানীয় আইন-কানুন মেনে চলার নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিটি নেতারা। সবশেষে ভাষাশহীদসহ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নিহত সব শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

এমআইএইচ/এমআরএম/জিকেএস