কুয়েতের স্বাধীনতা দিবসে ৩৫০ বন্দিকে সাধারণ ক্ষমা
কুয়েতের স্বাধীনতা দিবস উপলক্ষে ৩৫০ কারাবন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে তাদের তালিকাও চূড়ান্ত করা হয়েছে। বন্দিদের মধ্যে ১০০ জন শিগগিরই মুক্তি পেতে যাচ্ছেন। ২৫০ জনকে বিভিন্ন প্রক্রিয়া শেষে মুক্তি দেওয়া হবে।
জানা গেছে, ৩৫০ কারাবন্দির মধ্যে স্থানীয় নাগরিক, বেদুইন ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রবাসীরা রয়েছেন। যে কারাবন্দিরা মুক্তি পেতে যাচ্ছেন এ ব্যাপারে ২৫ ফেব্রুয়ারি নির্দেশনা জারি করার কথা রয়েছে। প্রতি বছরই দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু সংখ্যক কারাবন্দিকে সাধারণ ক্ষমায় মুক্তি দিয়ে আসছে।
সেই ধারাবাহিকতায় এবারও দেশটির সরকার ৩৫০ জন কারাবন্দিকে আমিরি ক্ষমার (সাধারণ ক্ষমা) তালিকা চূড়ান্ত করেছেন। তবে তাদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন সে সংখ্যা এখনো উল্লেখ করেনি।
উপসাগরীয় দেশ কুয়েত ব্রিটিশ শাসন আমল থেকে স্বাধীনতা লাভ করে ১৯৬১ সালের ২৫ ফেব্রুয়ারিতে। পরবর্তীতে ১৯৯০ সালে ইরাক শাসক কুয়েতকে আকস্মিক দখলে নিলে ১৯৯১ সালে ২৬ ফেব্রুয়ারি ইরাক থেকে দখলমুক্ত করে।
সে থেকেই প্রতি বছর ২৫/২৬ ফেব্রুয়ারি জাতীয় স্বাধীনতা দিবস উদযাপন করে কুয়েত। আগামী ২৫/২৬ ফেব্রুয়ারি ২০২২ দেশটির ৩১তম স্বাধীনতা দিবস।
এমআরএম/জেআইএম