ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

মালদ্বীপে কোথায় কত করোনা রোগী শনাক্ত

মোহাম্মদ মাহামুদুল | মালদ্বীপ প্রতিনিধি | প্রকাশিত: ০৪:২৫ পিএম, ২৩ জানুয়ারি ২০২২

বিশ্বের অন্যান্য দেশের মতো মালদ্বীপেও লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২৩৪৯ জনের। এ নিয়ে মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১৪৯৭৭ জনে।

শনিবার (২২ জানুয়ারি) মালদ্বীপের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা (এইচপিএ) তাদের নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে।

এইচপিএ প্রতিবেদন অনুযায়ী, ২ হাজার ৩৪৯ জনের মধ্যে; বৃহত্তর রাজধানী অঞ্চলে শনাক্ত ১৩২৫ জন। রাজধানী মালের বাইরে আবাসিক দ্বীপ থেকে ৬৮১ জন। রিসোর্ট থেকে ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৮৪৯, এই নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১০১৬৬০ জন। মালদ্বীপে মোট আক্রান্ত ১৩ হাজার ৩৫ জন। বিভিন্ন হাসপাতালে ৪৮ জন রোগী রয়েছে।

jagonews24

একদিনে মালদ্বীপের বৃহত্তর রাজধানী অঞ্চল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৬৩৫টি। গত ২৪ ঘণ্টায় মোট ৭ হাজার ৫৭৪টি করোনা পরীক্ষা করতে নমুনা নেওয়া হয়েছে। বৃহত্তর রাজধানী অঞ্চলের শনাক্তের হার ৩৬ শতাংশ।

মালদ্বীপে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ মৃত্যুবরণ করেনি। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ২৬৯ জনের মৃত্যুর রেকর্ড করা হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এমআরএম/জিকেএস