লেবাননে মেডিকো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
লেবাননে অনুষ্ঠিত হয়ে গেল মেডিকো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। প্রতিদ্বন্দিতাপূর্ণ খেলায় ইজদাইদি স্পোর্টিং ক্লাব ১-০ গোলে হাইসুলুম ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রথমার্ধের খেলা গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে ইজদাইদি স্পোর্টিং ক্লাবের পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেন সাব্বির হোসেন। তিনি ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন।
পরে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। রোববার (৯ জানুয়ারি) কাফাসিমা স্পোর্টস গ্রাউন্ডে খেলাটি অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখার সহ-সভাপতি আতিকুর রহমান। সাধারণ সম্পাদক তপন ভৌমিকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মেডিকো ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের আলী হার্ব। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের লেবানন শাখার উপদেষ্টা বাবুল মুন্সী, সভাপতি বাবুল মিয়া, সোহেল মুন্সী ও আলাউদ্দিন আলা।
আয়োজকরা বলেন, লেবাননের সংকটময় মুহূর্তে বাংলাদেশিদের আনন্দ দেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ। এই টুর্নামেন্টের মাধ্যমে কিছুটা হলেও বাংলাদেশিদের মধ্যে আনন্দ ফিরে আসবে।
টুর্নামেন্টের সার্বিক দায়িত্বে ছিলেন সাইফুল ইসলাম, ইয়াসিন আবু তাহের, রাতিকুল ইসলাম ও ইব্রাহিম জমির। এদিন মাঠে খেলা দেখতে বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী উপস্থিত ছিলেন। প্রবাসী বাংলাদেশিদের ১১টি দল নিয়ে শুরু হয়েছিল এই মেডিকো ফুটবল টুর্নামেন্ট।
কেএসআর/