ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

মালদ্বীপে একদিনে করোনায় আক্রান্ত ১৬১ জন

মোহাম্মদ মাহামুদুল | প্রকাশিত: ০১:৩৪ পিএম, ০৩ জানুয়ারি ২০২২

মালদ্বীপে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬১ জন। এর মধ্যে মালে ৪০ জন ও রাজধানীর বাইরে আইল্যান্ডগুলোতে ৪১ জন, বিভিন্ন পর্যটন কেন্দ্রে ৮০ জন।

এ নিয়ে এখন পর্যন্ত মালদ্বীপে করোনায় আক্রান্ত হয়েছে ৯৬ হাজার ৫২ জন। রোববার (২ জানুয়ারি) সন্ধ্যায় মালদ্বীপের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা, নিয়মিত সংবাদ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য সুরক্ষা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, মালদ্বীপে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৩ হাজার ৩১৪ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬২ জন। করোনা আক্রান্ত রোগী ২ হাজার ৪৬৩ জন। হাসপাতালে ভর্তি রয়েছেন ১৩ জন।

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আট লাখ ২৩ হাজার ৬১২ জন। এর আগে ২৪ ঘণ্টায় (২ জানুয়ারি) নতুন করোনা রোগী শনাক্ত হয় ১২ লাখ ৭৬ হাজার ৫৬৯ জন। তারও আগে (১ জানুয়ারি) শনাক্ত হয় ১৬ লাখ ৩২ হাজার ৮২৪ জন।

একইভাবে বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন দুই হাজার ৯৫২ জন। এর আগে ২৪ ঘণ্টায় (২ জানুয়ারি) চার হাজার ২০০ জন। তার আগে (১ জানুয়ারি) মারা গেছেন পাঁচ হাজার ৬২৭ জন। সেই হিসেবে দেখা যাচ্ছে, বিশ্বজুড়ে নিম্নমুখী অবস্থানে রয়েছে করোনা।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এমআরএম/জিকেএস