সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদ অন্টারিও আ’লীগের
বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে কানাডার অন্টারিও আওয়ামী লীগ। বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া এ ধরনের ঘটনার প্রতিবাদে শনিবার (২৩ অক্টোবর) টরেন্টোর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে প্রতিবাদ সভা ও মানবন্ধন পালন করেন সংগঠনের নেতাকর্মীরা।
এসময় বক্তরা বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার তীব্র নিন্দা জানান ও ক্ষোভ প্রকাশ করেন। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোড় দাবি জানান তারা।
সভায় বক্তব্য রাখেন অন্টারিও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক লিটন মাসুদ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজমুল হোসেন মনা, সাবেক ছাত্রনেতা ও সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিলু, নাট্যকর্মী আহমেদ হোসেন, অন্টারিও আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুল করিম, গোলাম সারোয়ার, সাংগঠনিক সম্পাদক মনির বাবু, পান্না আহম্মেদ, বিপ্লব চৌধুরী, দপ্তর সম্পাদক খালেদ শামীম, সমাজকল্যাণ সম্পাদক কান্তি মাহমুদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফারহানা শান্তা, নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মকবুল হোসেন, মোস্তাফিজুর রহমান, এস বি হামিদ, কাজল তালুকদার, সমির রায়, ক্যানবাংলা টিভির প্রধান নির্বাহী ড. হুমায়ুন কবির, কানাডা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা আক্তার জানু, শাহানা বেগম, রোকশানা খাতুন, কানাডা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমরুল ইসলাম, শিল্প বিষয়ক সম্পাদক নজরুল আহমেদ, নির্বাহী সদস্য ঝোটন তরফদার, তাজুল ইসলাম, সুকোমল রায়সহ আরও অনেকে।
ইএ/জিকেএস