ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

মালয়েশিয়ায় বিজয় দিবস উদযাপন

প্রকাশিত: ০৬:৫৫ এএম, ২১ ডিসেম্বর ২০১৫

মালয়েশিয়া মামা সাংস্কৃতিক শিল্পগোষ্ঠীর উদ্যোগে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। রোববার দেশটির পুডু প্লাজা হোটেলের হলরোমে বিজয় দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে বক্তারা বলেন,  ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের আনন্দের দিন। এই দিনে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। অতিথিদের বক্তৃতার পর শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। কবিতা আবৃতির পর্বে প্রথমে মাজহারুল ইসলাম সরকার ও এম আবু সামা আবৃতি করেন।

গানের পর্বে মামা সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর হযরত আলী, মো. সাগর মাজহারুল ইসলাম সরকার, শাহ আলম হাওলাদার, পান্ত, হবীব, শেখ ফরিদ, আবদুল কুদ্দুছ,জাহাঙ্গীর , রানা কাজী, মিজানুর রহমান মিজান দলীয় গান পরিবেশন করেন। এরপর একটি করে দেশের গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন শিল্পীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ড. এমদাদুল হক, মামা সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সাবেক সভাপতি মুক্তিযোদ্বা কমান্ডার দেলোয়ার হোসেন মজনু, রাশেদ বাদল, হাজী মতিউর রহমান, মনিরুজ্জামান মনির, যুবলীগের আহ্বায়ক তাজকীর আহমদ, যুবলীগের সাবেক আহ্বায়ক এ কামাল চৌধুরী, বিএম বাবুল হাসান, নজিমুল হাসান বাবুল , দেলোয়ার হোসেন খোকন, মাহমুদ, শরিফ আহমেদ রাজু,রুস্তম আলী,মো. রুবেল, মোসাদ্দেক, হাবিবুর রহমানসহ বিপুল সংখ্যক প্রবাসীরা।

এসকেডি/এমএস