ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

বেলজিয়ামে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

ফারুক আহাম্মেদ মোল্লা | প্রকাশিত: ০৮:৫৬ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২১

বেলজিয়ামে বেলগো-বাংলা কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বেলজিয়ামে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলার সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে গ্রীষ্মকালীন এ মিলনমেলার আয়োজন করা হয়।

তপন রায়ের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সদস্য সাইদুর রহমান লিটন। দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল নারীদের পিলোপাসিং ও শিশুদের বিভিন্ন ধরনের খেলাধুলা। বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়। পরে অনুষ্ঠানে অংশ নেওয়া প্রবাসীদের দেশীয় খাবার পরিবেশন করা হয় ও খেলাধুলায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। বিদেশের মাটিতে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার পাশাপাশি এ ধরনের আয়োজন প্রবাসীদের মনে অনাবিল শান্তি এনে দেয় বলে জানান প্রবাসীরা।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন- শরিফুল ইসলাম মনজু, চয়ন রায়, হাবিবুল হাসান সোহাগ, জসিম উদ্দিন, মহসিন আক্কাছ ও নয়ন রায়। এছাড়াও স্পেনের রাজধানী ব্রাসেলস থেকে সিদ্দিকুর রহমান, নাসির হোসেন, তাজু আহমেদ, প্রযোজক আশরাফ (কিটু) ও আলিুলুর শামীম অনুষ্ঠানে অংশ নেন।

ইউএইচ/এআরএ/জিকেএস