ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

দক্ষিণ আফ্রিকায় ২৪ ঘণ্টায় ৩ বাংলাদেশির মৃত্যু

প্রবাস ডেস্ক | প্রকাশিত: ০৭:২৪ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২১

দক্ষিণ আফ্রিকায় ২৪ ঘণ্টায় করোনাসহ বিভিন্ন কারণে তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। দেশটির নর্দার্নকেপ প্রদেশের দানিস্কুল এলাকায় শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে মেরাজ মিয়ার মৃত্যু হয়।

গতকাল সন্ধ্যায় তিনি দোকানে কাজ করা অবস্থায় হঠাৎ করে অসুস্থবোধ করেন। কিছুক্ষণ পরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মেরাজের দেশের বাড়ি শ্রীনগর উপজেলার মুন্সিগঞ্জে বলে জানা গেছে।

অপরদিকে একইদিন কেপটাউনে করোনা আক্রান্ত হয়ে এক বাংলাদেশি নারীসহ আরও একজনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টারও কম সময়ে দক্ষিণ আফ্রিকায় তিন বাংলাদেশির মৃত্যু হলো।

এ বিষয়ে স্থানীয় বাংলাদেশি শান্ত মোল্লা জানান, দীর্ঘ ১৪ বছর যাবত মেরাজ মিয়া দক্ষিণ আফ্রিকায় বসবাস করে আসছিলেন। তিনি দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলেও জানান ওই প্রবাসী।

এর আগে, ৩১ আগস্ট দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের একটি হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে বাংলাদেশি মো. আব্দুর রহিমের মৃত্যু হয়।

এছাড়া কেপটাউনে উপসর্গ নিয়ে ৩১ আগস্ট দিবাগত রাতে রবিন নামে আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে এক সপ্তাহে দেশটিতে ৬ বাংলাদেশির মৃত্যু হলো।

প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুতে পরিবারসহ দেশটির বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

এমআরএম/জিকেএস