ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

অস্ট্রেলিয়ায় বাবা দিবসের ইতিকথা

মো. আবুল কালাম আজাদ | প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২১

অস্ট্রেলিয়ায় আজ বাবা দিবস। দেশটিতে সেপ্টেম্বরের প্রথম রোববার কেন বাবা দিবস উদযাপন করা হয়, তার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই। তবে ‘ওয়েস্টার্ন হেরাল্ড’র একটি নিবন্ধে বলা হয়েছে, দিনটি আনুষ্ঠানিকভাবে ১৯৬৪ সালে মনোনীত হয়েছিল ‘বাবা দিবস’ হিসেবে। তাই কমনওয়েলথজুড়ে সেপ্টেম্বরের প্রথম রোববার এ দিবস উদযাপন করা হয়।

বাবা দিবস পিতৃপুরুষ ও পূর্বপুরুষদের ভূমিকাকে সম্মান করে। বিশ্বজুড়ে দিবসটি ভিন্ন ভিন্ন তারিখে পালিত হলেও দিনটির তাৎপর্য একই। এদিনে সাধারণত সন্তানরা বাবাদের ভালোবাসাসহ বিভিন্ন উপহার সামগ্রী দেয়। এছাড়াও পারিবারিক নানান কাজের সঙ্গে জড়িত থাকে পরিবারের সদস্যরা।

বাবা দিবসের জনপ্রিয় তারিখ জুনের তৃতীয় রোববার। সর্বপ্রথম বাবা দিবস উদযাপন করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। স্পেন, ইতালি এবং পর্তুগালে বাবা দিবস ১৯ শে মার্চ।

এ দিবসে পার্ক, সিনেমা, চিড়িয়াখানায়, রেস্টুরেন্টে বা দর্শনীয় স্থানে ঘুরতে বের হন অনেকে। সন্তানরা তাদের হাতে তৈরি বা কার্ড দিয়ে ভালোবাসা প্রকাশ করেন। আবার প্রিয় খাবার, পোশাক, শখের সরঞ্জাম, গিফট ভাউচার দিয়ে থাকেন বাবাকে।

এমনও দেখা যায়, দিবসটিতে কিছু পরিবার উপাসনালয়ে একসঙ্গে যেতে পছন্দ করতে পারে। কিন্তু করোনাকালীন এবার কোনো কিছুই হয়ে উঠেনি। অনেক অস্ট্রেলিয়ান তাদের বাবার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা দেখিয়ে বাবা দিবস উদযাপন করে।

দিবসটিতে অস্ট্রেলিয়ায় সরকারি ছুটি থাকে না। দেশটিতে পরবর্তী বাবা দিবস উদযাপন করা হবে ২০২২ সালের ৪ সেপ্টেম্বরের রোববার। যদিও ভালোবাসা প্রতিদিনের তবুও দিবসটিতে সব বাবাদের প্রতি শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা রইলো।

এমআরএম/জিকেএস