ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

দক্ষিণ আফ্রিকায় করোনা উপসর্গে আরও এক বাংলাদেশির মৃত্যু

প্রবাস ডেস্ক | প্রকাশিত: ০৫:৩২ পিএম, ৩১ আগস্ট ২০২১

দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের একটি হাসপাতলে করোনার উপসর্গ নিয়ে আরও এক প্রবাসী বাংলাদেশি মো. আব্দুর রহিমের মৃত্যু হয়েছে। এর আগে কেপটাউনে উপসর্গ নিয়ে রবিন নামে একজনের মৃত্যু হয়।

মঙ্গলবার (৩১ আগস্ট) জিরাস্টের হাসপাতালে ভোরে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু মোহাম্মদ রাহেল শরিফ।

স্থানীয় বাংলাদেশ কমিউনিটির সহযোগিতায় নোয়াখালী জেলার আব্দুর রহিমকে স্থানীয় মুসলিম কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন রাহেল শরিফ।

উল্লেখ্য, তরুণ এই রেমিট্যান্সযোদ্ধা গত শুক্রবারে জনসন অ্যান্ড জনসনের করোনা ভ্যাকসিন নেওয়ার পর থেকে তার শরীরের অবনতি হলে রাহেল স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন আব্দুর রহিমকে।

এমআরএম/জিকেএস