ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

করোনায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবকের মৃত্যু

ফারুক আস্তানা | প্রকাশিত: ০৩:২৮ পিএম, ০৬ জুলাই ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশটিতে করোনার তৃতীয় ঢেউয়ে ১৪ জন প্রবাসীর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন কয়েকশ বাংলাদেশি।

স্থানীয় সময় সোমবার (৫ জুলাই) মধ্যরাতে দেশটির নর্থওয়েস্ট প্রদেশের জিরাস্ট এলাকায় নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত ওই যুবকের নাম মোহাম্মদ ফরহাদ আহমেদ (৩১)। তার দেশের বাড়ি নোয়াখালী জেলার জমিদার হাটে।

জানা যায়, কয়েক দিন আগে করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন ফরহাদ। এর কিছু দিনের মধ্যে তার শরীরে বিভিন্ন ধরনের নতুন নতুন সমস্যা দেখা দেয় তার। ক্রমাগত শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর ফরহাদ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। এ অবস্থায় গত রাতে তিনি মারা যান।

স্থানীয় মুসলিম কমিউনিটির উদ্যোগে মঙ্গলবার মরদেহ সেখানেই দাফন করা হবে বলে জানা গেছে।

এআরএ/এমকেএইচ