দক্ষিণ আফ্রিকায় করোনার তৃতীয় ঢেউয়ে গেল বাংলাদেশির প্রাণ
দক্ষিণ আফ্রিকায় শীত মৌসুম আসার সঙ্গে সঙ্গে বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। চলতি সপ্তাহে ভাইরাসটিতে আরও এক বাংলাদেশি মারা গেছেন। শনিবার জোহানেসবার্গের নিকটবর্তী লেরাতু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. ইউসুফ মৃত্যুবরণ করেন।
৩০ মে রাতে জাতির উদ্দেশ্যে এক ভাষণে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি রিসিল রামাফোসা সোমবার থেকে পুনরায় লকডাউন ঘোষণা করেন। পাশাপাশি মাস্ক ব্যবহার নিশ্চিতে জনসাধারণরকে চলাচল সীমিত করার পরামর্শ দেন।
জানা গেছে, দেশটিতে করোনার তৃতীয় ঢেউ হানা দেয়ায় একজন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের নিকটবর্তী লেরাতু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ ইউসুফ মৃত্যুবরণ করেন।
করোনার ঊর্ধ্বগতির এই সময়ে বেশ কয়েকজন বাংলাদেশি নতুনভাবে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া, জোহানেসবার্গের আশপাশের এলাকাগুলোতে বসবাস করা বাংলাদেশিরা আশঙ্কাজনক হারে করোনা আক্রান্ত হচ্ছেন।
সোমবার নিয়মিত বিফ্রিংয়ে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জুয়েলি এমকিজে জানিয়েছেন, গত চব্বিশ ঘণ্টায় ৬ হাজারের বেশি মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৬৭ জনের। এ নিয়ে দক্ষিণ আফ্রিকায় করোনায় ৫৬ হাজার পাঁচশো ৬ জন মানুষ মারা গেল।
এমআরএম