ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

লকডাউনে বিধিনিষেধ অমান্য করলে বিদেশিদের ফেরত পাঠাবে মালয়েশিয়া

আহমাদুল কবির | মালয়েশিয়া | প্রকাশিত: ১০:৪৩ পিএম, ১৪ মে ২০২১

মহামারি রোধে জারি করা মুভমেন্ট কন্ট্রোল ওয়ার্ডার (এমসিও) অমান্য করলেই মালয়েশিয়ায় বসবাসরত বিদেশি নাগরিকদের নিজ দেশে পাঠিয়ে দেয়া হবে।

শুক্রবার এক নোটিশে এ ধরনের কড়া নির্দেশনা দিয়ে সতর্কবার্তা দিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের প্রধান দাতুক সেরি খায়রুল দাজাইমি দাউদ এ তথ্য দেন।

jagonews24

করোনা সংক্রমণ রোধে মালয়েশিয়ায় ১২ মে জারি করা মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) বলবত থাকবে ৭ জুন পর্যন্ত।

তবে অর্থনীতি সচল রাখতে অর্থনৈতিক ও উৎপাদন খাতগুলো যথারীতি খোলা রয়েছে। আন্তঃজেলায় যাতায়াত, শিক্ষাপ্রতিষ্ঠান, রেস্টুরেন্ট ও সভা-সমাবেশ বন্ধ থাকবে।

শর্তসাপেক্ষে বিয়ের অনুষ্ঠান, ঈদের নামাজ, মসজিদ ও উপাসনালয়গুলো বেধে দেয়া সীমিত সংখ্যকের উপস্থিতিতে পরিচালিত হতে পারে। অফিস ও প্রাইভেট সেক্টরে ৩০ শতাংশ স্টাফ কাজ করতে পারবে। বাকিদের বাসায় অফিসের কাজ করতে হবে।

গত বছরের ১৮ মার্চ প্রথম ১৪ দিনের মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) বা লকডাউন ঘোষণার মধ্য দিয়ে পর্যায়ক্রমে শর্ত সাপেক্ষে শিথিল করা হয়। তবে বর্তমানে করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় ফের কড়াকড়ি করল দেশটি।

উল্লেখ্য, মালয়েশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে চার হাজার একশত ১৩ জন। আর মৃত্যুবরণ করেছে ৩৪ জন।

এ নিয়ে দেশটিতে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে চার লাখ ৬২ হাজার ‌১৯০ জন। মৃত্যুবরণ করেছে এক হাজার ৮২২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট চার লাখ ১৮ হাজার ৮৯৭ জন।

জেডএইচ/