ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

ব্যবসায়ী কবিরের অর্থায়নে ১০০ পরিবারকে ঈদ উপহার

রাশিদুল ইসলাম জুয়েল | প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ১৩ মে ২০২১

সিঙ্গাপুরের ব্রুকলিনজ স্টেইনলেস স্টিল প্রাইভেট লিমিটেড ও এসজি ওয়ে পিটি লিমিটেডের সিইও কবির হোসেনের অর্থায়নে বুধবার নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের গরিব, অসহায় ও হতদরিদ্র ১০০ পরিবারকে ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন প্রবাসী সাংবাদিক রাশিদুল ইসলাম জুয়েল।

উল্লেখ্য, সিঙ্গাপুরে সর্বোচ্চ সম্মানিত পুরস্কার ‘প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত কবির হোসেন। গত ১৬ অক্টোবর, ২০২০ দেশটির প্রেসিডেন্ট ভবন ইস্তানার হলরুমে তাকে এ পুরস্কার দেয়া হয়।

এ সময় দেশটির সম্মানীয় ব্যক্তিদের উপস্থিতিতে প্রেসিডেন্ট হালিমাহ ইয়াকুবের হাত থেকে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন কবির। তিনটি নির্দিষ্ট ক্যাটাগরির মধ্যে ‘পিপল অব গুড’ ক্যাটাগরিতে তাকে এ অ্যাওয়ার্ডটি দেয়া হয়।

jagonews24

কবির হোসেন ১৯৮১ সালের ৪ জানুয়ারি কুমিল্লা জেলার চান্দিনার সাইকোটে জন্মগ্রহণ করেন। তার বাবা আবদুল গফুর, মা তুরা বেগম। দুই বোন দুই ভায়ের মধ্যে সবার বড় কবির হোসেন।

ছোট ভাই কাউছার আহমেদ পেশায় ইঞ্জিনিয়ার, সিঙ্গাপুরে থাকেন। স্ত্রী নূরিয়া বেগম সিঙ্গাপুরিয়ান ভারতীয় বংশোভূত মুসলিম। ৫ বছরের এক ছেলে আমির ইহসান ও এক মেয়ে যোয়াকে নিয়ে সিঙ্গাপুরের বেন্ডামিরে বসবাস করছেন।

এমআরএম/জিকেএস