ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

করোনায় মারা গেলেন কাতারপ্রবাসী শফিকুল ইসলাম

আনোয়ার হোসেন মামুন | প্রকাশিত: ০২:৪৭ এএম, ২৫ এপ্রিল ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কাতারের দোহায় প্রবাসী বাংলাদেশি হাজী মো. শফিকুল ইসলাম ভূঁইয়া (৬২) মারা গেছেন। শনিবার (২৪ এপ্রিল) দোহার হামাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি কাতারে বসবাস করছেন। তিনি কাতার পুলিশের কর্মকর্তা ছিলেন। কিছুদিন আগে তিনি অবসরে যান। তার ছোট ভাই নজরুল ইসলাম ভূঁইয়া কাতারস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন কাতার বাংলাদেশ কমিউনিটিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।

মরহুমের ছোটভাই নজরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আমার বড়ভাই প্রথমে কাতার আর্মিতে ছিলেন। পরবর্তীতে তিনি কাতার পুলিশে যোগদান করেন। তিনি অনেক বিনয়ী ও নম্র-ভদ্র ছিলেন। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন।’

এএএইচ