ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

সিঙ্গাপুরে একদিনে ১০ জনের করোনা শনাক্ত

ওমর ফারুকী শিপন | প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ০৪ এপ্রিল ২০২১

সিঙ্গাপুরে আজ নতুন করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট ৬০৪৭৪ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। ৪ এপ্রিল (দুপুর ১২টা পর্যন্ত) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আজকে আক্রান্তদের মধ্যে সবাই বিদেশফেরত। যারা সিঙ্গাপুরে ফেরার পর স্টেহোম নোটিশে ছিলেন। কমিউনিটি এবং ডরমেটরি থেকে কোনো ব্যক্তি করোনায় আক্রান্ত হয়নি।

এদিকে, রাজধানীসহ সারাদেশে গতকাল করোনা রোগী শনাক্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৫৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৩৮ জন ও নারী ২০ জন।

৫৮ জনের সকলেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে গত বছরের ১৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ২১৩ জন।

এদিকে করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জাগো নিউজকে জানান, লকডাউনের মধ্যে জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান ছাড়া সব ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে শিল্পকারখানা।

এমআরএম/এমকেএইচ