ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

‘পর্তুগালে বাংলাদেশ এবং সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভা

মো. রাসেল আহম্মেদ | প্রকাশিত: ০৫:২১ পিএম, ২৭ মার্চ ২০২১

গৌরবোজ্জ্বল স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে ‘পর্তুগালে বাংলাদেশ এবং সাংবাদিকতা’শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

স্থানীয় সময় শুক্রবার সংগঠনের সভাপতি রনি মোহাম্মদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক তারিকুল হাসান আশিকের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে ছিলেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের উপদেষ্টা ও বাংলাদেশ টেলিভিশনের সাবেক জৈষ্ঠ্য প্রতিবেদক হুমায়ুন কবির হিমু।

এছাড়া উপস্থিত ছিলেন- পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সহ-সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারী, এফ আই রনি ও জহুরুল ইসলাম মুন, যুগ্ম সম্পাদক আনোয়ার এইচ খান ফাহিম, কোষাধ্যক্ষ জাহিদ কায়সার, প্রচার সম্পাদক এনামুল হক, আন্তর্জাতিক সম্পাদক শহীদ আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন এবং নির্বাহী সদস্য হাসান কোরাইশি ও আকরাম হোসেন প্রমুখ।

এ সময় আলোচকরা মহান স্বাধীনতা দিবসের প্রেক্ষাপট এবং দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের গৌরবগাঁথা ও হানাদার বাহিনীর বর্বরতার কথা স্মরণ করেন। বিগত ৫০ বছরে দেশের নানা অর্জনের কথা এই সময় উল্লেখ করা হয়। প্রবাসে সাংবাদিকদের ভূমিকা এবং সঠিকভাবে সংবাদ পরিবেশের জন্য দিকনির্দেশনা মূলত আলোচনা হয়।

অনুষ্ঠানের সমাপ্তির পূর্বে প্রিন্স আহমেদ স্বাধীনতাযুদ্ধে নিহত সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

এমআরএম/এমকেএইচ