ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

লেবাননে করোনায় বাংলাদেশি নারীকর্মীর মৃত্যু

বাবু সাহা | প্রকাশিত: ০৪:০৩ পিএম, ১৫ মার্চ ২০২১

লেবাননে করোনাভাইরাসে রুমা বেগম নামে এক বাংলাদেশি নারীকর্মীর মৃত্যু হয়েছে। রোববার (১৪ মার্চ) মধ্যরাতে স্থানীয় রফিক হারিরি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বর্তমানে তার মরদেহ হাসপাতালের হিমঘরে আছে। জানা গেছে, রুমা বেগম ২০১৭ সালে গৃহকর্মীর ভিসায় বৈধভাবে লেবাননে আসলেও পরে অবৈধ হয়ে যান।

তিনি বৈরুতের হামরা এলাকায় এক বাসায় কাজ করতেন। সেখানে বাসার গৃহকর্তাসহ সবাই করোনায় আক্রান্ত হলে তিনি নিজেও আক্রান্ত হন।

পরে বাসার গৃহকর্তা তাকে বাসা থেকে বের করে দিলে তিনি মারলিয়াস এলাকার এক রুমে আশ্রয় নেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ ফেব্রুয়ারি বাংলাদেশ দূতাবাসের সহায়তায় স্থানীয় রফিক হারিরি হাসপাতালে ভর্তি হন।

প্রায় ২২ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রোববার মধ্যরাতে তার মৃত্যু হয়। ২ সন্তানের জননী রুমা বেগমের বাড়ি ঢাকার কেরানীগঞ্জ উপজেলার মুগারচর গ্রামে। বাবার নাম বাবর আলী।

এমআরএম/জিকেএস