সাকা-মুজাহিদের ফাঁসিতে নিউইয়র্কে আনন্দ-উল্লাস
মানবতাবিরোধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়াই আনন্দ উল্লাসে মেতে উঠেন নিউইয়র্কের প্রবাসীরা। ‘মুজিবের বাংলায় রাজাকারের ঠাঁই নেই’এ শ্লোগানে শনিবার মুখরিত হয়ে পড়ে জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ওজনপার্ক এবং ব্রুকলিনের অলি-গলি।
এদিকে ডাইভার্সিটি প্লাজা, আওয়ামী লীগ অফিস, পালকি পার্টি সেন্টারসহ বিভিন্ন স্থানে মানববন্ধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান প্রবাসীরা। এছাড়া গভীর শ্রদ্ধার সঙ্গে তারা শহীদ জননী জাহানারা ইমামকে স্মরণ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, গণজাগরণ মঞ্চ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ড. এম এ বাতেন, মুক্তিযোদ্ধা সরাফ সরকার, মুক্তিযোদ্ধা তফাজজল করিম, মুক্তিযোদ্ধা কামরুল চেীধুরী,খোরশেদ খন্দকার, একুশের পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব জামালউদ্দিন হোসেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক শিতাংশু গুহ, প্রবাসের প্রবীণ সাংবাদিক সৈয়দ মুহম্মদউললহ, জাতীয় সমাজতান্ত্রিক দল -জেএসডি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজী আনোয়ার হোসেন লিটন ও কবি হাসান আল আব্দুল্লাহ প্রমুখ।
জেডএইচ/এমএস