ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

লেবাননে করোনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

বাবু সাহা | লেবানন | প্রকাশিত: ০৬:০৬ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০২১

লেবাননে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আসমত আলী নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) লেবাননের স্থানীয় সময় সন্ধ্যায় পোরন সুব্বেক এলাকায় নিজ কক্ষে মারা যান তিনি। তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

মৃত আসমত আলী ঢাকার কেরানীগঞ্জের লাকিরচর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম দুলু মিয়া। পরিবারে স্বচ্ছলতা আনার আশায় প্রায় দুই বছর আগে আসমত আলী লেবাননে যান।

জানা গেছে, কয়েকদিন ধরেই তিনি শ্বাসকষ্টসহ অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুর একদিন আগে তিনি স্থানীয় হাসপাতালে করোনা পরীক্ষা করলে পজিটিভ আসে। এর পরদিন সন্ধ্যায় তার মৃত্যু হয়।

আসমতের মৃত্যুর বিষয়টি তার সহকর্মীরা লেবাননস্থ বাংলাদেশ দূতাবাসকে অবগত করলে দূতাবাস স্থানীয় প্রশাসনের সহায়তায় মরদেহ মর্গে রাখার ব্যবস্থা করে।

বাবু সাহা/এএএইচ