ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

লেবাননে করোনায় আরও এক বাংলাদেশি নারীকর্মীর মৃত্যু

বাবু সাহা | প্রকাশিত: ০৪:১৮ এএম, ২৯ জানুয়ারি ২০২১

লেবাননে গত সাতদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজন বাংলাদেশি প্রবাসী মারা গেছেন। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) করোনা আক্রান্ত হয়ে রিনা বেগম নামে আরও এক বাংলাদেশি নারীকর্মী মারা যান। স্থানীয় সময় রাত ১১টায় জুনি জেলার বুয়ার সরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

রিনা বেগমের মেয়ে লেবানন প্রবাসী লাবনী আক্তার জানান, তার মা দীর্ঘ ১০ বছর যাবত গৃহকর্মী ভিসায় লেবাননে আছেন। জুনি জেলার আধুনিস এলাকায় থাকতেন তিনি। গত এক সপ্তাহ ধরে তিনি প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগছিলেন। পরে স্থানীয় একটি হাসপাতালে করোনা পরীক্ষা করালে সেখানে তার করোনা রেজাল্ট পজিটিভ আসে।

আজ বৃহস্পতিবার রাতে তার অবস্থার অবনতি হলে সহকর্মীরা তাকে দ্রুত বুয়ার সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রিনা বেগমের বাড়ি বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার রিকিবাজার গ্রামে।

লেবাননে প্রতিদিনই অস্বাভাবিক হারে করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ১০ জন বাংলাদেশি প্রবাসী প্রাণ হারিয়েছেন। এছাড়া লেবাননস্থ বাংলাদেশ দূতাবাস বাংলাদেশি কর্মীদের করোনা সংক্রান্ত তথ্য ও চিকিৎসা সহায়তা দেয়ার জন্য হেল্প-লাইন চালু করেছে।

এআরএ