ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

সুখবর : সৌদি প্রবাসীদের জন্য তিন মাসের ইকামা ঘোষণা

কামাল পারভেজ অভি | প্রকাশিত: ০৪:৩১ পিএম, ২৮ জানুয়ারি ২০২১

মহামারির এই সময়ে সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ সকল অভিবাসীদের ইকামা (পারমিট কার্ড) নবায়নের ফি এখন থেকে চারভাগে নেয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

গতকাল সৌদি আরবের মন্ত্রিসভায় কোম্পানি ও মুয়াসসাসা সমূহকে ইকামার ফি কোয়ার্টারলি (বছরে চার ভাগে) আদায় করার সুযোগ করে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।

তবে আমেল মানজিলি, সায়েক খাস জাতীয় পেশার (গৃহকর্মে নিযুক্ত পেশা) কর্মীদের ইকামা ফি আগের মতোই বছরে একবারেই প্রদান করতে হবে।

এর ফলে স্পন্সররা ইকামার ফি বছরে চারভাগে আদায় করতে পারবেন। কোম্পানি ও মুয়াসসাসার ইকামা করতে ইন্সুরেন্স, রুখসা আমল (ওয়ার্ক পারমিট), ভ্যাট অ্যান্ড ট্যাক্স বিভাগের ফি, ইকামা ফি-সহ চার পাঁচ ধরনের ফি দিতে হত। নতুন ঘোষণা অনুযায়ী কীভাবে ফি দিতে হবে তা শিগগিরই জানা যাবে।

jagonews24

সৌদি সরকার এবার ইকামা নিয়ে যে সুযোগ দিয়েছে তা তাদের ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতেই নতুন এ আইন ঘোষণা করল। তবে বেশ কিছুদিন ধরেই ব্যবসায়ীরা এই সুবিধাটি চেয়ে আসছিল।

এই সুবিধার ফলে যে সমস্ত শ্রমিকেরা সরাসরি কোম্পানির অধীনে কাজ করে তারা কিছুটা উপকৃত হবে। এই কারণে যে অনেক সময় কোম্পানি ইকামার এত ফি এক সঙ্গে প্রদান করে দেরি করে। এই সুবিধার ফলে কোম্পানি এখন দ্রুতই ইকামা ইস্যু করে ফেলবে এবং কর্মী ও মেয়াদহীন ইকামার ঝামেলা থেকে বাঁচবে।

আর যারা সৌদিতে ফ্রি ভিসায় বিভিন্ন পেশায় কাজ করেন তারা এর কোনো সুবিধা না পাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ কফিল সরকারি ফি যেভাবেই পরিশোধ করুক না কেন কর্মীর কাছ থেকে বছরের শুরুতেই ফায়দাসহ ইকামার টাকা সে অবশ্যই নিয়ে নেবে।

এমআরএম/জিকেএস