ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

সৌদিতে মামা ভাগিনাসহ তিন বাংলাদেশির মৃত্যু

কামাল পারভেজ অভি | প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ২৮ জানুয়ারি ২০২১

সৌদি আরবের তায়েফ শহরে স্থানীয় নাগরিকের পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মামা-ভাগিনাসহ তিন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। রোববার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লা দাউদ কান্দির আজগর আলীর ছেলে লিটন মিয়া (৩৫), তার ভাগিনা চাঁদপুর মতলব পৌর এলাকার দক্ষিণ নলুয়া প্রধানিয়া বাড়ির খোকন মিয়ার ছেলে মেহেদি হাসান (২২) এবং কচুয়া চাঁদপুরে বাতাপুকুরিয়ার গিয়াস উদ্দিনের ছেলে মোহাম্মদ ফয়সাল (২৩)।

নিহতারা দেশটিতে ফ্রি ভিসায় কাজ করতেন। বুধবার সকালে নিহত মেহেদির চাচাত ভাই মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লিটনের ফুফাত ভাইয়ের ছেলে সেলিম ফোন করে মঙ্গলবার রাতে আমাকে মৃত্যুর সংবাদটি জানায়।

তিনি বলেন, মৃত্যুর সংবাদ পেয়ে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। তাদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহত তিনজনের মরদেহ বর্তমানে সৌদি আরবের তায়েফ শহরের স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

এমআরএম/জিকেএস