ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

রেস্টুরেন্টের বাইরে অপেক্ষমাণ গাড়িতে খাবার সরবরাহে সতর্কতা

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন | প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ১৩ ডিসেম্বর ২০২০

এখন থেকে শারজাহের রেস্টুরেন্টের সামনে অপেক্ষমাণ গ্রাহকদের খাবার সরবরাহকালে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হলে ওই রেস্টুরেন্টকে জরিমানা ও কঠোর শাস্তির আওতায় আনা হবে।

জনসাধারণের অভিযোগের ভিত্তিতে এমন আইন বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে শারজাহ কর্তৃপক্ষ।

নির্দিষ্ট জায়গায় গাড়ি পার্কিং না করায় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়। এজন্য শারজায় রেস্টুরেন্টগুলোকে এভাবে বাইরে খাবার সরবরাহ বন্ধ করার নির্দেশনা দেয়া হয়েছে।

খাদ্য নিয়ন্ত্রণ বিভাগের জনস্বাস্থ্য খাত ও কেন্দ্রীয় গবেষণাগারগুলোর সহকারী মহাপরিচালক শেখা শাজা আল মুয়ালা জানিয়েছেন, এ আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মোটা অংকের জরিমানা করা হবে।

তিনি জানান, নতুন এ আইন কেউ লঙ্ঘন করছে কি না? তা নিশ্চিত করতে মাঠে পুলিশ প্রশাসন একযোগে কাজ করছে।

এমআরএম/এমকেএইচ