ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

করোনায় বেলজিয়াম বিএনপি সভাপতির মৃত্যু

ফারুক আহাম্মেদ মোল্লা | বেলজিয়াম থেকে | প্রকাশিত: ০৫:৩৬ এএম, ১২ ডিসেম্বর ২০২০

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিএনপির বেলজিয়াম শাখার সভাপতি আহমেদ সাজা (৫৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১১ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা ১২টায় বেলজিয়ামের আলেস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আহমেদ সাজার বাড়ি সিলেটের কুমারপাড়ায়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আহমেদ সাজা করোনায় আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন ধরে বেলজিয়ামের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

এসআর