ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

যুক্তরাষ্ট্রের মিডিয়ায় বাংলা টাউন ও প্রেসিডেন্ট নির্বাচন

প্রকাশিত: ০৩:৫৫ এএম, ১২ নভেম্বর ২০১৫

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে গভর্নর রিক স্নাইডার ‘বাংলা টাউন’ ঘোষণার খবরটি স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যমে ফলাও করে প্রচার হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আমেরিকার মতো সারা বিশ্ব সরগরম। আর এবার সরকার গঠনে ইমিগ্রান্ট পলিসি নিয়ে সবাই উত্তাল। এক অংশ এর পক্ষে অন্যরা ঘোর বিরোধী। মনে করা হচ্ছে ভবিষ্যতের আমেরিকার রাজনীতিতে ইমিগ্রান্ট এক শক্তিশালী নিয়ামক। এই সময়ে রিপাবলিকান গভর্ননের ইমিগ্রান্ট বান্ধব রাজ্য গঠনের অংশ হিসাবে ‘বাংলা টাউন’ ঘোষণা অনেকেরই নজর কেড়েছে। দলে গভর্নর রিক স্নাইডার এর অবস্থান বেশ শক্ত এবং তার পলিসিতে মিশিগানের অর্থনৈতিক অভাবনীয় সাফল্য এসেছে। চাকরি বেড়েছে উল্লেখযোগ্য হারে।       

হ্যামট্রামিক শহরটি পোলিশ (পোল্যান্ড) অধ্যুষিত, কালের আবর্তে শহরটি আজ বাংলা টাউন, শহরের রাজনীতিতে বাংলাদেশি ইমিগ্রান্টদের আধিপত্য। যা রাজ্য সরকারে একটি শক্ত নিয়ামক বলে অনেকে মনে করেন। হ্যামট্রামিক শহরে বাংলদেশি আমেরিকান ও বাংলাদেশি বংশোদ্ভুত/ বাংলাদেশি কাউন্সিল মেম্বার মোহাম্মাদ কামরুল হাসান, আনাম মিয়া, ও আবু মুসা যা রাজ্য সকারের দৃষ্টি কেড়েছে ভালভাবেই। বাংলা কমউনিটি থেকে একক প্রার্থী দিতে পারলে মেয়র ও নির্বাচন সম্ভব বলে সকলে মনে করেন।  

আমেরিকার রাজনীতিতে বাংলাদেশি ইমিগ্রান্টদের অংশগ্রহণ, নাগরিক হিসাবে ভোটাধিকার প্রয়োগ, ভোটার রেজিস্ট্রেশন, পুলিশসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীকে বাংলাদেশি কালচার সম্পর্কে ধারণা দেয়া, আইন-শৃঙ্খলা বাহিনী ও বাংলাদেশি ইমিগ্রান্দের সঙ্গে মত বিনিময়ে শহরের আইন-শৃঙ্খলা, শিক্ষা- স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়নে কাজ করে চলেছে ‘বাংলাদেশি আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স কমিটি’। সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এহসান তাকবিম(ববি) গভর্নরের এই অংশগ্রহণ হ্যামট্রামিক শহরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান।

সংগঠনের সহসভাপতি প্রকৌশলী ফয়সল সাইদ গণমাধ্যমে এ সংবাদের গুরুত্ব সম্পর্কে বলেন, বাংলা টাউনের এই ঘোষণা যুক্তরাষ্ট্রে সকল বাংলাদেশি-আমেরিকান ও বাংলাদেশিদের একতা বদ্ধতার সাফল্য। ঘোষণাকে অর্থপূর্ণ করতে শহরের উন্নয়নে সবাইকে কাজ করতে হবে, ছোট ও মাঝারি ব্যবসায়ীদের ও নতুন বাংলাদেশি বিনিয়োগকারিদের সহযোগিতা হাত বাড়িয়ে দিতে হবে। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক ব্যবসায় আরও গাতি সাধনে ‘বাংলা টাউন’ ব্রান্ডিং এর সফলতা নির্ভর করবে।

জেডএইচ/আরআইপি