ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

জার্মানিতে করোনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

হাবিবুল্লাহ আল বাহার | প্রকাশিত: ০৫:০০ এএম, ০৯ নভেম্বর ২০২০

জার্মানির হামবুর্গ শহরের অধিবাসী আজিজুল হক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার (৮ নভেম্বর) সকালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আজিজুল হক। তিনি দীর্ঘ দিন থেকে জার্মানিতে বসবাস করছিলেন। তার মৃত্যুতে হামবুর্গে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

আজিজুল হকের বন্ধু হামবুর্গে বসবাসকারী ফারজানা শওকত শাহরীন জানান, প্রায় ৩ সপ্তাহ থেকে আজিজুল হক করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। গত কিছুদিন অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু হঠাৎ আবারও অবস্থার অবনতি ঘটে এবং রোববার সকালে তিনি মারা যান।

তিনি আজিজুল হকের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। এছাড়া আজিজুল হকের রুহের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

এদিকে জার্মানিতে করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ চলছে। আগের সব রেকর্ড অতিক্রম করে প্রতিদিন রেকর্ডসংখ্যক মানুষ এতে আক্রান্ত হচ্ছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য দেশটিতে গত ২ নভেম্বর থেকে বেশকিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এমএসএইচ