ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

‘ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হওয়ায় অপরাধ কমবে’

লস্কর আল মামুন | প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ১৮ অক্টোবর ২০২০

নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, ‘ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হওয়ায় সমাজে অপরাধ প্রবণতা কমবে। আদালতের মামলাগুলো দ্রুত বিচারকার্য সম্পন্ন করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।’

তিনি ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এক ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সময় শুক্রবার রাতে আলাদিন মিলনায়তনে লিটল বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য দেন- মোমিনুল হক বাচ্চু, মিয়া নাইম হাবিব, এম কে জামান, সফিউল আলম বাবু, শামীম হোসেন, সিরাজুল ইসলাম খোকন, সাইফুর রহমান চপল, নাজমুল চৌধুরী, মোমিনুল, রানা মাহমুদ প্রমুখ।

জ্যেষ্ঠ আইনজীবী আমিন উদ্দিনকে গত বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার। আমিন উদ্দিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিরও সভাপতি।

গত ২৭ সেপ্টেম্বর মাহবুবে আলমের মৃত্যুতে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদটি শূন্য হয়। তার স্থলাভিষিক্ত হলেন আমিন উদ্দিন।

এদিকে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার প্রধান মিশেল ব্যাচলেট বলেছেন, ‘ধর্ষণ জঘন্য অপরাধ হলেও তাতে মৃত্যুদণ্ড দেয়া যথাযথ কোনও শাস্তি নয়; যেমনটা বৃহস্পতিবার বাংলাদেশে হয়েছে।’

বাংলাদেশে ধর্ষণের অপরাধে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের অধ্যাদেশ এবং প্রথমবার পাঁচজনের মৃত্যুদণ্ডের রায়ের পর এতে আপত্তি জানিয়ে এমন মন্তব্য করেছেন জাতিসংঘের এই কর্মকর্তা।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, মিশেল ব্যাচলেট এক বিবৃতিতে বলেছেন, ‘যারা এ ধরনের বিভৎস কাজ করে তাদের ওপর কঠোর শাস্তি আরোপ প্ররোচনামূলকও হতে পারে। এর মাধ্যমে আমরা নিজেদের আরও অপরাধ করার সুযোগ তৈরি করে দিতে পারি না।’

এমআরএম/এমকেএইচ