ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

বাংলাদেশে ধর্ষণের প্রতিবাদে নিউইয়র্ক প্রবাসীদের বিক্ষোভ

কৌশলী ইমা | প্রকাশিত: ১০:৫৫ এএম, ০৮ অক্টোবর ২০২০

দেশব্যাপী হত্যা, ধর্ষণ ও নারীজাতির অবমাননার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বুধবার (৭ অক্টোবর) জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় দেশব্যাপী চলমান ধর্ষণের প্রতিবাদ জানিয়ে সংহতি সমাবেশ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সমাবেশে বক্তারা বলেন, দেশে বিচারের দীর্ঘসূত্রিতা ও বিচার না হওয়ার একটা সংস্কৃতি তৈরি হয়েছে। বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি যে সারাদেশে আশঙ্কাজনকহারে হত্যা ও ধর্ষণের মতো ঘটনা ঘটছে।

ধর্ষকের কোনও দল নেই। সুস্থ সাংস্কৃতিক চর্চাই পারে দেশের মানুষের বিবেককে জাগ্রত করতে। এখন প্রয়োজন মানুষের বিবেককে জাগ্রত করা।

বক্তারা আরও বলেন, ধর্ষণের হার কমানোর জন্য দেশের আইন প্রণেতারা কোনো কাজ করছে না। তবে যারা ধর্ষণের মতো জঘন্য কাজ করছে তাদের সংখ্যা সমাজে খুব বেশি না। তাই সমাজের সবাই যদি একসাথে সকল অন্যায়-অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি তাহলে সমাজ আরও বেশি সুন্দর হবে।

jagonews24

সমাবেশ বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, সাংবাদিক দর্পণ কবীর, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা জাকির হোসেন বাচ্চু, যুক্তরাষ্ট্র হিন্দু ইউনিটির আহ্বায়ক দীনেশ মজুমদার।

এছাড়া ঢাকা গণজাগরণ মঞ্চের জাকির হোসেন বনি, সম্মিলিত সাস্কৃতিক জোটেরকর্মী গোপাল স্য্যনাল, প্রজন্ম একাত্তরের আহ্বায়ক শিবলী সাদিক, যুব ইউনিয়নের সাবেক কর্মী সনজীবন কুমার, সাংস্কৃতিক কর্মী শুভ রায় বক্তব্য দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা মুজাহিদ আনসারী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- চিত্রশিল্পী তারিক হাসান, লেখক সেলিনা আকতার তুহিন, সাংবাদিক শাহ জে চৌধুরী, সাংবাদিক কানু দত্ত, নাট্যকর্মী ও সাংবাদিক তোফাজ্জল লিটন, হিন্দু ইউনিটির নিতাই বাগচী, সনজীব কুমার ঘোষ, রাজনীতিবিদ মীর মশিউর রহমান, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের গোবিন্দ জি বানিয়া, হোসনে আরা চৌধুরী, প্রতিমা সরকার, নুরন্নাহার বেগম, বিপুল কে সাহা, মুক্তি সরকার ও পপি ঘোষ প্রমুখ।

এমআরএম/এমকেএইচ