ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

এককভাবে কোনো দেশ করোনামুক্ত হতে পারবে না : জাস্টিন ট্রুডো

আহসান রাজীব বুলবুল | প্রকাশিত: ০৫:২৯ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ‘বিশ্বের প্রতিটি দেশে করোনাভাইরাস নির্মূল করা না গেলে এককভাবে কোনো দেশ ভাইরাসমুক্ত হতে পারবে না’।

জাস্টিন ট্রুডো এবং দেশটির প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা ডা. থেরেসা ট্যাম যৌথভাবে কানাডিয়ানদের করোনা সংক্রমণের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কেননা সংক্রমণের সংখ্যা কানাডায় ক্রমাগত হারে বাড়ছে।

অন্টারিও এবং কিউবিকের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে ট্রুডো জনগণকে স্বাস্থ্যসেবা নির্দেশিকা মেনে চলতে জোর দিয়ে বলেন ‘আমরা এখন যা করব তা আগত সপ্তাহ এবং মাসের জন্য সমালোচিত হবে’।

অন্যদিকে স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোয় কোভিড ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে ২২০ মিলিযন ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছে কানাডা সরকার।

একই সঙ্গে কানাডিয়ানদের জন্য আরও ১৫ মিলিয়ন ডলার ভ্যাকসিন কেনার ঘোষণা দিয়েছে দেশটি। এ নিয়ে কানাডা তার নাগরিকদের জন্য কোভিডের ভ্যাকসিন নিশ্চিত করতে মোট ৬টি চুক্তি করেছে।

প্রসঙ্গত, স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোয় কোভিড ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে কোভ্যাক্স ফ্যাসিলি কাজ করে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ এই উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করলেও মার্কিন যুক্তরাষ্ট্র তাতে অংশ নিচ্ছে না।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৬৭১ জন, মৃত্যুবরণ করেছেন ৯ হাজার ২শত ৬২ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৩০ হাজার ৩২৮ জন।

গত বছরের ডিসেম্বরে চীনে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে এর মধ্যেই প্রায় ১০ লাখ মানুষের জীবন কেড়ে নিয়েছে করোনাভাইরাস।

এমআরএম/এমকেএইচ